কে তুমি?
-সামসাদ ফেরদৌসী
—————————–
খুঁজে ফিরি তারে,
রাতের নিকষ কালো অন্ধকারে,
মনের অনেক গভীরে।
যখন সমস্ত পৃথিবী তার
আপন ভাবনার জগতে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে; তখন
আমি আমার ভাবনায়,
মানষলোকের গহন থেকে
আরো অনেক গহীনে চলে যাই ।
তবু পাই না তোমার নাগাল সেই চিত্রপটে।
কল্পনার ডুব সাগরে নিমগ্ন
থেকে থেকে আমি আজ ক্লান্ত।
চারিদিকে মিথ্যে, প্রবঞ্চনা,
দম বন্ধ হওয়া জীবনে
মাঝে মাঝে মনে হয়,
তুমি এসে বলো আমায়,
অনেক হয়েছে;
এবার চাই তোমায়।
চল আমার সাথে,
দূর কোন দ্বীপদেশে।
যেখানে স্বচ্চ,সুন্দর একটা দ্বীপে,
ছোট্ট একটা কুটির ঘরে,
দু’জনে আবেশিত হয়ে
কাটিয়ে দিবো বাকিটা জীবন সুখে দু:খে।
মনের গহীনে প্রশ্ন করি,
সেই তুমিটা কে?
কবে আসবে?
কবে নিয়ে যাবে আমায়?
মনের কক্ষপথে আজো,
সেই একই প্রশ্নই ঘুরপাক খেয়ে যায়।
আজো জানা হয়নি
সেই তুমিটা কে?