চট্টগ্রাম মহানগর আওতাধীন একটি কলেজ, ৫টি থানা ও ৬টি ওয়ার্ডে ছাত্রলীগ কমিটি প্রদান ও সংগঠনকে সুসংগঠিত করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দার। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আকবার শাহ, বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং ও চান্দগাঁও থানার গঠন করেন। তার আগে দীর্ঘ অনেক বছর পর চট্টগ্রাম কলেজ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটিও গঠন করেছিলেন এবং গতকাল হাজী মোহাম্মদ মহসীন কলেজ, চকবাজার, বায়েজীদ, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া থানা এবং ১১, ১২, ১৬, ১৭, ১৯ ও ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ কমিটি গঠন করেন, যার কারনে ছাত্রলীগের সংগঠনের গতিশীল বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন কমিটি না হওয়ায় ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে যে হতাশা সৃষ্টি হয়েছিল কমিটি দেওয়ার মাধ্যমে সে জট ভেঙ্গে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ তৃনমূলের প্রাণস ার বৃদ্ধি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার চলার পথ প্রশস্ত রাখতে ছাত্রলীগের নতুন নেতৃত্ব গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডবলমুরিং থানা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ নগর ছাত্রলীগের এই ইতিবাচক ধারাকে বেগবান করার জন্য সর্বদা পাশে থাকবে।