1. nakhokan12@gmail.com : @barta :
  2. hasanmukul0@gmail.com : 24news :
রাজধানীতে বিস্ফোরণ, উড়ে গেল সড়কের ঢাকনা | 24News Bulletin
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০২:০৭ অপরাহ্ন

রাজধানীতে বিস্ফোরণ, উড়ে গেল সড়কের ঢাকনা

  • প্রকাশ : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮ ভিউ

২৪ নিউজ বুলেটিন ::ঢাকার আদাবরে বিস্ফোরণে পয়ঃনিষ্কাশন নালার কয়েকটি ঢাকনা সড়ক ফেঁড়ে উঠে এসেছে। আজ বুধবার বিকেলে আদাবর থানার পেছনে রিং রোড সংলগ্ন বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি। তবে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার ‘রাজধানী স্যানেটারি’ নামে একটি দোকানের মালিক ইলিয়াস আহমেদ জানান, বিকাল ৫টার পরপরই বিকট শব্দ এবং স্যুয়েরজ লাইনের ৫টি স্ল্যাব উপড়ে আসে।

তিনি বলেন, ‘বিকট শব্দ হয়েছিল। এলাকা কেঁপে উঠে। আমার দোকানের সামনের স্ল্যাবটি প্রায় ৭/৮ ফুট উপরে উঠে যায়।’ বিস্ফোরণে তার দোকানের অনেক মালামালও নষ্ট হয়েছে বলে দাবি তার।

ইলিয়াস আহমেদ আরও বলেন, ‘গত বছর এপ্রিল মাসেও এ ধরনের বিস্ফোরণ ঘটে। তখন ৪ নম্বর সড়কেরও বেশ কয়েকটি স্ল্যাব উঠে যায়।’ তখন তিতাস গ্যাসের কর্মীরা এসে পরীক্ষা করলেও গ্যাস লাইনে কোনো ত্রুটি পায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর